সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে সাম্প্রতিক পাহাড়ী ঢ্ল ও ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান নিয়ে সুনামগঞ্জ বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড। সুনামগঞ্জ বন্যা ভয়ংকর আকার ধারণ করেছে। জেলার এমন কোন উপজেলা নেই যেখানে বন্যার প্রকোপ না দেখা দিয়েছে।
যার ফলস্বরূপ হতদরিদ্র পরিবারগুলোতে খাবার ও নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ বন্যায় পানিবন্দী মানুষের মাঝে ত্রান ও রান্না করা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ কোস্টগার্ড। বন্যার্ত পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া,গুড়,মুড়ি,ওরস্যালাইন,বিস্কুট ও বিশুদ্ধ পানি এবং শিশুদের জন্য গুড়াদুধ,মোমবাতি, রান্না করা খাবার বিতরণ করা হয়।
গত ১৯ ই জুন রবিবার থেকে সোমবার এবং আজ মঙ্গলবার দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়নের অলিপুর, আনন্দবাজার,অচিন্তপুর লক্ষনশ্রী ইউনিয়নের উত্তর লক্ষণশ্রী,জুগাইরগাও,জনিগাও তদসংলগ্ন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র ও বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড কর্মকর্তা লেফ্টেন্যান্ট কমান্ডার সোহেল মোল্লা, লেফ্টেন্যান্ট কমান্ডার ফাহিম এবং লেফট্যানান্ট শামস সাদেকীন নির্ণয় ও স্থানীয় প্রতিনিধি, গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যতদিন বন্যার উন্নতি না হবে ততোদিন সুনামগঞ্জের বন্যার্ত মানুষজনের পাশে থেকে চলমান ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত্য করেন বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তা লেফ্টেন্যান্ট কমান্ডার সোহেল মোল্লা।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
Leave a Reply