ব্র্যাকের প্রধান কার্যালয়ে, মহিষ, ছাগল ও ভেড়ার কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টার প্রাইজ ও পিকেএসএফ-এর নির্বাচিত সহযোগী সংস্থাসমূহের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ পক্ষে ড. ফারুকুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার, ডা: শওকত আলী, ন্যাশনাল সেলস ম্যানেজার, ডা: মো: আব্দুল লতিফ, সিনিয়র ম্যানেজার ও ডা: মো: মতিউর রহমান, ম্যানেজার লাইভস্টক সার্ভিস ও ট্রেনিং , ব্র্যাক প্রধান কার্যালয় ও পিকেএসএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন মো: হাবিবুর রহমান, ডিপিসি, (Rural Microenterprise Transformation Project), ডাঃ এসএম নিয়াজ মাহমুদ, সেক্টও ভ্যালু চেইন স্পেশালিস্ট (লাইভস্টক), পিকেএসএফ প্রধান কার্যালয় এবং সহযোগী সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ ।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে ৩৬ টি উপজেলার ১৮৫ ইউনিয়নে ব্র্যাকের ‘কৃত্রিম প্রজনন সেবা’র সম্প্রসারণপূর্বক গবাদি পশুর গুণগত হিমায়িত সিমেনের সরবরাহ নেটওয়ার্ক উন্নয়নের মাধ্যমে উক্ত এলাকার কৃষক ও খামারিদেরকে মহিষ, ভেড়া ও ছাগলের কৃত্রিম প্রজনন সেবা প্রদান করবে।
তথসঙ্গে, উভয় পক্ষের সম্মতিক্রমে কৃত্রিম প্রজনন সেবার ডিমান্ড সৃষ্টি, কৃত্রিম প্রজননকারী উন্নয়ন ও খামারিদের দক্ষতা উন্নয়নে কর্ম-পরিকল্পনা গ্রহণ করা যাবে ।
ব্র্যাক ও পিকেএসএফ-এর এই উদ্যোগের ফলে গবাদি প্রাণির চিকিৎসাসেবা খামারি দোরগোড়ায় নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নতমানের পশুপালনে ও দেশের সার্বিক মাংস ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
Leave a Reply