আঃজলিল, স্টাফ রিপোর্টারঃঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগনের অংশ গ্রহনে ও তার মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রীর”শেখ হাসিনার মুল নীতি,গ্রাম শহরে উন্নতি”এই স্লোগান কে সামনে রেখে উৎসব মূখর পরিবেশে যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন পরিষদের২০২২/২৩অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।
ইং২৯/৫/২০২২তাং রবিবার সকাল ১১ঘটিকার সময় শংকরপুর ইউনিয়ন পরিষদের ইউ পিঃচেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র চ্যাটার্জির অফিস কক্ষে ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি বর্গ নেতৃবৃন্দ সুধিজন সাংবাদিকদের সাথে নিয়ে ২০২২/২৩অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণার শুভ উদ্বোধন করা হয়।’
১০নং শংকরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র চ্যাটার্জির সভাপতিত্তে অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব এস,এম,জাহাঙ্গীর আলমের সঞ্চালননায় পবিত্র কোরআন তেলেয়াতের মধ্যো দিয়ে কোভিড-১৯ করোনা ভাইরাসের মত মহামারী কে অতিক্রম করে সকলের সু-স্বাস্থ্যে মঙ্গল কামনা করে ২০২২/২৩ অর্থবছরে বিভিন্ন বিষয়ের উপর অত্র পরিষদের সচিব উক্ত বাজেট ঘোষনা করেন।
এ সময় অত্র এলাকার সুধিজন, সমাজসেবক,সাংবাদিক,গন্যামান্য, ব্যাক্তি বর্গ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের বক্তারা বলেন জনগণের স্বাস্থ্য সুরক্ষা,শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণাই হোক আমাদের আগামী দিনের প্রতিপাদ্য বিষয়ের একমাত্র লক্ষ্য।
এক্ষেত্রে, বাজেট বরাদ্দ এবং বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে দেশের ২০২২-২৩অর্থবছরের বাজেটের আলোকে শংকরপুর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণার মধ্যে দিয়ে জানা যায় যে ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেটের মোট আয়:১,২০,৭১,২১৮ব্যায়:১,২০,৫৯,৬১৮ উদ্বৃত্ত: ১১,৬০০”
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যাতম নেতা,মোঃ নাজমুস সাদাত,আওয়ামী লীগের ওয়ার্ড সাঃ সম্পাদক খলিলুর রহমান সাংবাদিক আবু সাইদ,আঃজলিল, জয়নাল আবেদীন ১নং ওয়ার্ডের মেম্বার মহাসিন আলী,মেম্বার ওজিয়ার রহমান, মেম্বারংখলিলু রহমান,মেম্বার ছিদ্দিক হোসেন,আসাদুজ্জামান,মেম্বার কাজল,মেঃআঃরশিদ,মহিলা মেম্বার জোসনা খাতুন, মহিলা মেম্বার দুলজান খাতুন, মহিলা মেম্বার শিফালী খাতুন,সাস্হ্য অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
Leave a Reply