মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃঃ
বগুড়া শাজাহানপুর থানার আশেকপুর ইউনিয়নের সাবরুল উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ মে শুএবার রাত ০৮.০০ ঘটিকায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম, সমাজসেবক আবু জাফর, সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, আশেকপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, সেক্রেটারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।বিট পুলিশিং মতবিনিময় সভায় বক্তারা আশেকপুর ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলার বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের দুরত্ব কমেছে। পুলিশিং সেবা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে একটি নিরাপদ সমাজ গঠনই আমাদের বিট পুলিশিং কার্যক্রমের লক্ষ্য। তিনি যে কোন সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তারা পুলিশের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং বিট পুলিশিং সেবাকে অগ্রাধিকার দিয়ে পুলিশের সাথে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় বক্তারা বলেন, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ, নারী নির্যাতন, শোষণ, উৎপীড়ন, ঘুষ ও দূর্ণীতি মুক্ত সমাজ গঠনে বিট পুলিশিং সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করে যাচ্ছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
Leave a Reply