ছাতক প্রতিনিধিঃঃ
ছাতকে সরকারীভাবে আভ্যন্তরিণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে আভ্যন্তরিণ আমন ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। ১ হাজার ৮৪৬ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম শুরু করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। আভ্যন্তরিণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে বলে সংশ্লিস্ট সূত্র জানিয়েছেন।
উদ্বোধনী দিনে উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত মাওলানা জহুর আলীর পুত্র সফল কৃষক ঈশাদ আলী ১.৫২ মেট্রিক টন বোরো ধান সরকারী গোদামে দিয়েছেন। কৃষি বিভাগ কর্তৃক তালিকাকৃত ১ হাজার ১৮৭ জন কৃষক প্রতি জনই সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত বোরো ধান দিতে পারবে। বোরো ধান সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাক পানি ভট্টচার্য্য সহ সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন। ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন ওসিএলএসডি আব্দুল হান্নান কামাল।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
Leave a Reply