ছাতক প্রতিনিধিঃ
যুক্তরাজ্যে বসবাসরত ছাতক পৌরসভার বাসিন্দাদের সংগঠন “ছাতক পৌরবাসী”র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মক্কাগ্রীল রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়। ছাতক পৌরসভার প্রবীণ মুরব্বী, ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে এবং যুব সংগঠক কামরুজ্জামান সাকলাইন ও শাহ মোহাম্মদ জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায়, সর্ব সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের পূর্ববর্তী নাম সংশোধন করে নতুন নামকরন করা হয় “ছাতক পৌরবাসী ইউকে”। নতুন আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে মনোনীতহন মতিন মিয়া চৌধুরী । কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন কামরুজ্জামান সাকলাইন । কমিটির সদস্য করা হয়েছে আব্দুল খালিক খান, বারিক মিয়া, ইকবাল হাফিজুর রহমান, মিজানুর রহমান হিরো, জাকির কাবেরী, এমরুল হক চৌধুরী লিটন, বিশ্বজিত পুরকায়স্থ, সাংবাদিক এম এ কাইয়ূম, নজরুল চৌধুরী, সাব্বির ময়না, শাহ মোহাম্মদ জুয়েল, আব্দুল মোহিত রাসু্ ও নাসিমুল গনি। আহবায়ক কমিটির সদস্যগনকে যুক্তরাজ্যে বসবাসরত ছাতক পৌরসভার সকলের সাথে যোগাযোগ করে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সভায় আগামী ২৬ জুন লন্ডনে অনুষ্ঠিতব্য একটি ফুটবল টূর্ণামেন্টে যুক্তরাজ্য ছাতক পৌরবাসীর পক্ষ থেকে একটি শক্তিশালী ফুটবল টিম নিয়ে অংশ গ্রহনের লক্ষ্যে ৫ জনকে দায়িত্ব প্রদান করা হয়। সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত ছাতক পৌরসভার সকল নাগরিকবৃন্দকে সংগঠনের সদস্য হওয়ার অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, পলাশ চৌধুরী, মাসুদ রানা, তোফায়েল আহমদ চৌধুরী, মোহাম্মদ সাগর, রুমন আহমদ, শিবলী চৌধুরী, আবু বকর খালেদ, সকিল আহমদ কবিরী, আবু সাঈদ মিয়া, এমাদুল হক, মহিন উদ্দিন, শাহী তালুকদার, আমিনুল হক মান্না, সানওয়ার হোসেন, শাহনেওয়াজ কল্লোল, সাইফুল আলম প্রমুখ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
Leave a Reply