আবুল হাসনাত শিহাবঃঃ ঈসায়ী তাক্বওয়া ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার তত্ত্বাবধানে ও গাজি মাওলানা ইয়াকুব সাহেবের ব্যবস্থাপনায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কামরূপদলং, আস্তমা, সুলতানপুর, কান্দিসহ বেশ কয়েকটি গ্রামে বন্যার পানিতে ভিটেমাটি হারা ও অসহায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়খ আব্দুল বছীর হাফিজাহুল্লাহ এর দোয়ার মাধ্যমে আজকের কর্মসূচি সূচনা হয়।
আজকের এ মানবিক কাজে যারা শ্রম ও সময় দিয়েছেন তাদের মধ্যে বিশেষ করে
ডুংরিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন, কামরূপদলং মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল হাই, জামেয়া আবু হুরায়রা রা. ছয়গ্রাম বাহাদুরপুর এর মুহতামিম হাফিজ মাওলানা হাম্মাদ আহমদ,
তাক্বওয়া ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার জিম্মাদার ত্বাহা হোসাইন, সিলেট উপশহর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা খিজির আহমদ, খাগাইল মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মুফতি সারওয়ার আহমদ,
জামিয়া আবু বকর সিদ্দিক রা.এর শিক্ষক মাওলানা উসমান আহমদ, মাওলানা আব্দুর রহিম, জামিয়া শায়খ আব্দুল জলিল রাহ বড়পাড়া সুনামগঞ্জের শিক্ষক মাষ্টার আতিকুর রহমান, ক্বারী আব্দুল বাসিত প্রমূখ।
যারা অর্থ, ব্যবস্থাপনা, শ্রম ও পরামর্শ দিয়েছেন তাদের সবাইকে আল্লাহ তা’য়ালা কবুল করুন।
বিশেষ করে অসুস্থ Gazi Yakub ভাইকে আল্লাহ তা’য়ালা শিফায়ে কামিলা দান করুন।
মানবসেবক প্রিয় ও শ্রদ্ধেয় এ ভাই মানুষের সেবার জন্য সুস্থতার সাথে বেচে থাকুন যুগযুগান্তর।
( অসহায় মানুষদের বর্তমান মানবেতর অবস্থা এবং আমাদের কি করণীয় এ বিষয়ে একটু ফ্রি হয়ে লিখবো ইনশাআল্লাহ)
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
Leave a Reply