নিউজ ডেস্ক:: পশ্চিমবঙ্গের চার পৌরসভাতেই বিজেপিসহ অন্যদের ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের লড়াইয়ে বিপুল ব্যবধানে জয় পেয়েছে শাসকদল তৃণমূল।
শিলিগুড়ি ছাড়া বাকি তিন পৌরসভা ছিল তৃণমূলেরই দখলে। এবার শিলিগুড়ি পৌরও বামদের হাত থেকে ঘাসফুল শিবির ছিনিয়ে নিল।
৪ পৌরের মোট ২২৬টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ১৯৮টি আসন। অর্থাৎ ৮৮ শতাংশ আসনে জয়। চন্দননগরে একাই ৯৭ শতাংশ আসন জিতেছে তৃণমূল।
চার পৌরসভায় জয়ের প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জয় মানুষের জয়। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। আমরা খুশি। আরও নম্র ও মানবিক হয়ে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।
এদিকে চার পৌরসভার ফলের পর কংগ্রেস, সিপিএম ও বিজেপি-কে একযোগে আক্রমণ করেছেন মমতা। তিনি বলেন, শিলিগুড়িসহ উত্তরবঙ্গে বিধানসভা ভোটে জয় পেয়েও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জন্য কিছুই করেনি বিজেপি। মানুষ পৌরভোটে তারই জবাব দিয়েছেন আরও বেশি করে তৃণমূল প্রার্থীদের জিতিয়ে।
অন্যদিকে ভোটে ফলাফলে বিধ্বস্তের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ভোট হয়নি। ভোট লুট হয়েছে।
সুত্র: যুগান্তর
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
Leave a Reply